রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: দিল্লীতে আন্দোলনরত মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে, একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া আদায়, ১০০ দিনের কাজ, বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা অবিলম্বে প্রদান করার দাবি সহ নানাবিধ দাবিতে সামশেরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করলো তৃণমূল কংগ্রেস। রবিবার সামশেরগঞ্জের ডাকবাংলায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটি ইউ সি সভাপতি তথা সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধূলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজমামুল ইসলাম, সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস, সহ সভাপতি আনোয়ারা বেগম, সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহিদুল ইসলাম, ধূলিয়ান টাউন সভাপতি মেহবুব আলম, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ থেকে ১০০ দিনের কাজ থেকে শুরু করে নানাবিধ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন সমাবেশে এসে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বেশ কিছু কর্মী সমর্থকও। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct