সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: সাত সকালে শ্রমিক বস্তিতে ঢুকে ৬৫ বছরের প্রৌঢ়ের উপর হামলা করলো বুনো হাতি। হাতির হামলায় প্রাণ গেল প্রৌঢ়ের। ঘটনাস্থলে বন কর্মীরা গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। অভিযোগ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বনকর্মীরা তাই বারবার এভাবে হাতি লোকালয়ে ঢুকছে। সাতসকালে প্রৌঢ়ের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের মোগলকাটা চা বাগান এলাকায়। মৃত প্রৌঢ়ের নাম মোংরা ওঁরাও।রবিবার সকালবেলা বাড়ির পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি দলছুট হাতি মোগলকাটা চা বাগানের লালটেন পাড়া বস্তিতে ঢুকে। সেই সময় ঘরের বাইরে শৌচকর্ম করতে বেড়িয়েছিলেন মোংরা ওঁরাও নামে এক প্রৌঢ়। একবারে হাতির মুখোমুখি পড়ে যান তিনি। পালানোর অনেক চেষ্টা করলেও কোনোমতেও পালাতে পারেননি তিনি। আর তাতেই হাতি মোংরা বাবুকে শুড়ে পেচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রৌঢ়ের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের সাধারণ মানুষ ও শ্রমিকরা। সাথে সাথেই খবর দেওয়া হয়েছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। কিন্তু শ্রমিকদের অভিযোগ অনেক দেরীতে পৌঁছায় বনকর্মীরা। তাই বিক্ষুব্ধ জনতা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। হাতির হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিক বস্তিতে।এলাকাবাসী সুখমা ওঁরাও বলেন, সকাল সাড়ে ছয়টার সময় ঘটনাটি ঘটেছিলো। উনি সকালে উঠে শৌচ কর্ম করতে গিয়েছিলো। ওখানেই ওনাকে শুড়ে পেচিয়ে আছাড় মারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct