সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, রামপুরহাট, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক রাজ্যের সর্বত্র একযোগে সকাল দশটা থেকে বিভিন্ন স্থানে পালিত হয় নির্মলতার জন্য একঘন্টা শ্রমদান কর্মসূচি। মিশন নির্মল বাংলার কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সকল স্তরের মানুষের কাছে ১৫ ও ১৬ ই অক্টোবর একঘন্টা শ্রমদান করার আর্জি জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই মোতাবেক রাজ্যের পাশাপাশি বীরভূম জেলারও বিভিন্ন স্থানে উক্ত কর্মসূচি পালন করা হয়। সেরূপ রামপুরহাট পৌরসভার উদ্যোগে আজ রবিবার রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে একঘন্টা শ্রমদান কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে সাফাই অভিযান করতে ঝাড়ু হাতে মাঠে নামেন পৌরসভার সাফাই কর্মীদের সাথে সাথে স্থানীয় পৌরসভার কাউন্সিলাররাও। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন রামপুরহাট পৌরসভার উপ পৌরপতি সুব্রত মাহারা। এছাড়াও ছিলেন১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রশিদা খাতুন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুপুর আইচ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি মন্ডল সহ পৌরসভার অন্যান্য কর্মচারী ও বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা। মিশন নির্মল বাংলার কর্মসূচির অংশ হিসেবে আজকের একঘন্টা শ্রমদান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে রামপুরহাট পৌরসভার উপ পৌরপিতা সুব্রত মাহারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিশন নির্মল বাংলা কর্মসূচি রাজ্য ব্যাপী পালিত হচ্ছে, আমরাও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। আমরা নিজেরা যেমন এক ঘণ্টা করে শ্রম দান করছি, পাশাপাশি প্রতিটি মানুষের কাছেও আবেদন রাখছি। যাতে তারাও তাদের নিজের বাড়ি, তথা নিজের এলাকা ও শহরকে জঞ্জাল মুক্ত কওর- এই হচ্ছে অঙ্গীকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct