অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে রবিবার কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় চলে প্রশাসনের উদ্যোগে বিশেষ সাফাই অভিযান।রাজ্য জুড়ে ডেঙ্গির চোখ রাঙানি’র বিষয়টিকে মাথায় রেখে পরিচ্ছন্নতার দিকে নজর দিতেই এই বিশেষ অভিযান বলেই জানা গিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক চ্ছেওয়ং তামাং, জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ দপ্তরের আধিকারিক ঈশা তামাং, ৪ নং রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি দাস, মধ্যরামকৃষ্ণপুর গ্রামীন উন্নয়ন সমিতির সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আনিসুর রহমান সহ আরো অনেকে। এদিন প্রথমে ব্লকের তিলনা এলাকায় সাফাই অভিযান চালানো হয়। পরবর্তীতে রামকৃষ্ণপুর এলাকায় চলে সাফাই অভিযান। সাফাই অভিযানে হাত লাগান স্বয়ং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জেলা উপজাতি উন্নয়ন বিভাগের আধিকারিক।
এ বিষয়ে কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নন আধিকারিক চ্ছেওয়ং তামাং বলেন, “আপনারা প্লাস্টিক কিংবা অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্য গুলি যত্রতত্র ফেলে দিচ্ছেন। আগে গ্রামে-গঞ্জে যত্রতত্র এত প্লাস্টিক পড়ে থাকতে দেখা যেত না। আপনারা যত্রতত্র প্লাস্টিক না ফেলে সেগুলি কোন একটি বস্তায় রেখে দিন ভরে। আবর্জনা সংগ্রহের গাড়ি যখন আপনার বাড়ির সামনে গিয়ে পৌঁছবে তখন সেগুলি সেই গাড়িতে দিয়ে দেবেন। প্রত্যেক বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল আবর্জনা গুলিকে আলাদাভাবে সংগ্রহ করা হবে।”অন্যদিকে, এবিষয়ে জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ দপ্তরের আধিকারিক ঈশা তামাং বলেন, “সরকারের তরফে সলিড-ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। নর্দমা দিয়ে যাওয়া জল যেগুলোকে আমরা ‘গ্রে ওয়াটার’ বলি, সেগুলি যদি পুকুরে জলে গিয়ে মেশে; সেই পুকুরের জল যখন আমরা ব্যবহার করছি বা খাচ্ছি সেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই ছোট ছোট করে শোক-পিট তৈরি করা হচ্ছে। কাজেই নর্দমা গুলিকে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।পাশাপাশি তিনি আরো জানান, “আজকে আমরা এখানে এসেছি ডেঙ্গু সম্পর্কিত বিষয়ে আপনাদের বিশেষভাবে সচেতন করবার জন্য। সরকারের তরফে বিভিন্ন জায়গায় স্প্রে করা হচ্ছে। কিন্তু আপনার যদি সেই মশাকে জন্মানোর ব্যবস্থা করে দেন, তাহলে ডেঙ্গু কখনোই নিয়ন্ত্রণে আসবেনা। তাই সর্বদাই আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।”অন্যদিকে, রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত কে মডেল বা আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার জন্য সকল গ্রাম বাসীদের একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মিনতী দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct