আপনজন ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিলেন এক লাখের বেশি দর্শক। তবে শনিবারের ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে এর কয়েক শ গুণ বেশি দর্শক ছিলেন টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের পর্দায়। আর সেটা এতটাই বেশি যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের মতে, সরাসরি খেলা দেখায় সবচেয়ে বেশি দর্শকের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত–পাকিস্তান ম্যাচ। এবারের বিশ্বকাপে ভারতে আইসিসির অফিশিয়াল সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আর অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওয়াল্ট ডিজনির ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। আহমেদাবাদে ভারত–পাকিস্তান ম্যাচের শেষে ডিজনি প্লাস হটস্টারের ইনস্টাগ্রাম ও টুইটার মাধ্যমে একটি পোস্ট করা হয়। ‘বৃহত্তম ম্যাচকে বিশালতায় রূপ দেওয়ায় ধন্যবাদ’ জানিয়ে পোস্টটিতে লেখা হয়, ‘বিশ্ব রেকর্ড। এযাবৎকালের সর্বোচ্চ সরাসরি যুগপৎ দর্শক। ৩.৫ কোটি।’ এই পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে বলা হয়, ‘যেকোনো আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ দর্শকদের দিক থেকে নতুন বিশ্ব রেকর্ড হয়েছে।’ হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, স্ট্রিমিং সাইটে এর আগে সবচেয়ে বেশি দর্শক সরাসরি খেলা দেখেছেন ২০২৩ আইপিএলে। আহমেদাবাদে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের ম্যাচ সরাসরি দেখেছিলেন ৩ কোটি ২০ লাখ দর্শক। এবার বিশ্বকাপে আইপিএল দর্শক রেকর্ডকে ছাড়িয়ে গেছে ভারত–পাকিস্তান ম্যাচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct