আপনজন ডেস্ক: আসাম থেকে বরাক উপত্যকাকে আলাদা করার দাবির বিরোধিতা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা (ইন্ডিপেন্ডেন্ট) রবিবার রাজ্যের বাংলাভাষী জনগণকে ৬০ দিনের মধ্যে এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছে। দলটি সতর্ক করে দিয়ে বলেছে, ৬০ দিনের মধ্যে বাঙালিরা যদি এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো ‘অপ্রীতিকর ঘটনার’ জন্য রাজ্যের সমগ্র বাংলাভাষী জনগণকে দায়ী করা হবে। বরাক উপত্যকা কেন্দ্রিক সংগঠন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের (বিডিএফ) প্রধান আহ্বায়ককে উলফা-আই-এর প্রচার শাখার সদস্য রুমেল আসাম বরাক উপত্যকায় একটি নতুন রাজ্য গঠনের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য সমালোচনা করেছিলেন। নিষিদ্ধ সংগঠনটিই-মেইল বিবৃতিতে বলেছে, অসমের বিভিন্ন সম্প্রদায় সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে বসবাস করছে। কিন্তু প্রদীপ দত্ত রায় বরাক উপত্যকাকে আলাদা করার দাবি উত্থাপন করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। দেশভাগের হাত থেকে বরাক উপত্যকা রক্ষায় তার কোনও অধিকার নেই। আমরা কোনও অবস্থাতেই আসামকে বিভক্ত হতে দেব না। দক্ষিণ আসামের বরাক উপত্যকায়, যার মধ্যে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা রয়েছে, বাংলাভাষী হিন্দু ও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। ১২৬ টি বিধানসভা আসনের মধ্যে ১৩টি বরাক উপত্যকা অঞ্চলে অবস্থিত। এই তিন জেলার অনেক বাসিন্দার দাবি, যেহেতু বেশিরভাগ নির্বাচিত কর্মকর্তা অসমিয়া অধ্যুষিত ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসেছেন, তাই এই অঞ্চলকে উপেক্ষা করা হয়েছে। পৃথক রাষ্ট্রের দাবি এই অসুখের ফল। আসামের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ (৩.২ কোটি) বাঙালি হলেও ব্রহ্মপুত্র উপত্যকায় তাদের প্রতিনিধিত্ব কম। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকাকে আসাম থেকে আলাদা করে আলাদা রাজ্য করার দাবির তীব্র বিরোধিতা করে উলফা (ইন্ডিপেন্ডেন্ট)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct