আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হলেও মুম্বাইয়ের মানখুর্দ এলাকার পুলিশ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার জন্য ভারতের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই কর্মীকে গ্রেফতার করেছে। রবিবার এক বিবৃতিতে আরডব্লিউপিআই-এর মহারাষ্ট্র ইউনিট জানিয়েছে, গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বোমা বর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য মানখুর্দ পুলিশ তাদের দুই সদস্য সুপ্রীত লাড এবং রুচির রাভিশকে গ্রেফতার করেছে। দলটি অভিযোগ করেছে, রুচিরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয় ও নৃশংস শারীরিক সহিংসতার শিকার হয়। মানখুর্দ পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সুশান্ত সালভি এবং অন্যান্য অফিসাররা তাকে বেল্ট, লাঠি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। রুচির একাধিক আঘাত পেয়েছেন এবং তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। দলের দাবি, কয়েক ঘণ্টা ধরে তাকে কোনও চিকিৎসা করা হয়নি। সুপ্রীত গণিতের শিক্ষক ও রুচির পেশায় একজন স্থপতি। এই দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেআইনি জমায়েত, সরকারি কর্মচারীর আদেশ অমান্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct