নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: শনিবার মুজফফর আহমেদ ভবনে সুধীর বিদ্যার্থী লিখিত ‘অমর শহীদ আশফাক উল্লা ও তাঁর যুগ’ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। স্বাধীনতা সংগ্ৰামী শহীদ আশফাক উল্লাহ সহ অমর শহীদরা ইতিহাসের পাতায় রয়েছেন অবিস্মরণীয় ভাবে।প্রকৃত ইতিহাসকে ধামা চাপা দিয়ে সঙ্ঘপরিবার বিকৃত ইতিহাস রচনা করে ধর্মীয় গনতান্ত্রীক কাঠামো এবং দেশের বহুত্ববাদ সম্পদ কে ধংস করছে।ফলে দেশের বীর যোদ্ধাদের অসামান্য অবদানকে উপেক্ষা করে তথাকথিত নতুন ভারত গড়তে মরিয়া মোদি সরকার।সেই জন্য আসফাক উল্লাহদের গৌরবময় অধ্যায় তুলে বেশি বেশি তুলে ধরার বার্তা দেন বিমান বসু ও মহম্মদ সেলিম। সুধীর বিদ্যার্থী লিখিত”অমর শহীদ আসফাক উল্লাহ ও তাঁর যুগ “বইটি সম্পূর্ন হিন্দি থেকে অনুবাদ করেছেন শ্যামল মুখোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct