শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: আগামী ৫ই নভেম্বর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নামে অরাজনৈতিক ইসলামী সংগঠনের উদ্যোগে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া দিলীপ কুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে সর্বভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার মিনাখা ব্লকের মালঞ্চ দারুস শাহরিয়াহ হানাফিয়াহ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো প্রস্তুতি বৈঠক। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, মাওলানা আব্দুর রাকিব সাহেব সহ বিশিষ্টজনেরা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন, এতদিন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেসরকারি মাদ্রাসা স্থাপন করেছি। সেগুলোতে রীতিমতো চমকপ্রদভাবে সাফল্য অর্জন করেছি। এছাড়া প্রত্যেকটি গ্রামে মডেল মাদ্রাসা গড়ে তুলেছি। যেখানে স্কুল ছুট ছাত্র-ছাত্রী, বয়স্করা ইসলামিক শিক্ষার পাশাপাশি যাতে আধুনিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা লাভ করতে পারে। এছাড়া আগামী দিনে পরিকল্পনা করেছি যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা ইসলামী মিশন এবং সম্পূর্ণ ইসলামী পরিকাঠামেতে নার্সিং ট্রেনিং সেন্টার তৈরি করব। যেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত মহিলা মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে, নার্সিং শিখে বিভিন্ন হাসপাতালে তারা কর্মরত হতে পারেন। তাই আগামী ৫ ই নভেম্বর আমরা সর্বভারতীয় কনভেনশনের ডাক দিয়েছি। এ প্রসঙ্গে ওই সংগঠনের সদস্য আব্দুল লতিফ মোল্লা বলেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত যেভাবে শিক্ষার জগতে বিপ্লব আনছে আমরা মুগ্ধ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct