নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনার মান উন্নত করার লক্ষ্যে উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে এক অভিভাবক সভা হয়ে গেল। সভায় পড়ুয়াদের সমস্যার কথা যেমন তুলে ধরা হয়, তেমনই মোবাইল কিংবা খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। অভিভাবকদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নেওয়ার ব্যাপারে স্কুলের তরফ থেকে আবেদন করা হয়। সর্বোপরি পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সমন্বয় গড়ে তোলার উদ্দেশ্যে এই সভা। মূলত শুক্রবারের অভাভাবক সভায় ছাত্রীদের মধ্যে শিক্ষা, সচেতনতা ও মূল্যবোধ সহ একগুচ্ছ বিষয়ে আলোচনাসভা। এই ধরনের সভার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সরাসরি অভিভাবকদের সাথে সাক্ষাৎ হয়। ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন, পঠন-পাঠন, নম্বর নিয়ে আলোচনা ও মতামত উঠে আসে। শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন দিক বক্তব্যে যেমন তুলে ধরেন, তেমনই অভিভাবকরাও মূল্যবান বক্তব্য পেশ করেন। কোনও অভাব অভিযোগ থাকলে সেটাও শোনেন। সকলের সমন্বয়ে সমৃদ্ধ হয়ে ওঠে এদিনের সভা। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক রহমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। আসন্ন মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি আরো ভালোভাবে নেয় ছাত্র ছাত্রীরা, নিয়মিত বাড়িতে পড়াশোনা ও অভিভাবকদের নজর রাখার আবেদন জানান শিক্ষক শিক্ষিকাগন। এবার প্রায় ৪০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এই বিদ্যালয় থেকে। সকল ছাত্র ছাত্রী ভালো সাফল্য অর্জন করে সেদিকে আলোকপাত করেন স্কুল কর্তৃপক্ষ। সহকারী প্রধান শিক্ষক রহমান জানান, ‘পড়ুয়াদের পড়াশোনার মান উন্নত করতে বিশেষ সভার আলোচনা করা হয়। অভিভাবকদের বিশেষভাবে নজরদারি রাখার ব্যাপারে আবেদন করা হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct