বাইজিদ মণ্ডল, বাসুলডাঙা, আপনজন: শনিবার মহালয়ার দিন ডায়মন্ড হারবার ১ নং ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাসুলডাঙ্গা ও নেতরা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে প্রচারগাড়ি করে ডেঙ্গুর সচেতনতা হ্যান্ডবিল,সহ ভি. আর. পি. ভি সি টি টীম. অঙ্গনওয়াড়ি দিদি ও বিভিন্ন শ্রেণীর স্বাস্থ্য কর্মীরা প্রথমে পঞ্চগ্রাম প্রাথমিক হাসপাতাল প্রাঙ্গনে হাজির হন।ডেঙ্গু সচেতনতার প্রচার ৱ্যাল্লির শুভ সূচনা করেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পা শর্মা ও ডাঃ মোঃ আকবর হোসেন। এদিন প্রখর রৌদ্রে প্রায় এককিলোমিটার পদযাত্রার পরে জোকতাবেলা এলাকায় দুজন ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে রোগীর সাথে কথা বলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পা শর্মা। এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখা, কোথাও জল জমতে না দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে সাবধানতা অবলম্বন করতে বলেন ডাঃ আকবর হোসেন, তিনি আরও বলেন ডেঙ্গু রোগী অবশ্যই মশারি ব্যবহার করবেন। বেশী পরিমান জল পান করার কথাও বলেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতন চলতে হবে। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের প্রায় ৯০ জন মতন ডেঙ্গু আক্রান্ত রোগী সবাই ভালোই আছেন,জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তাদের বিনামূল্যে মশারির ব্যবস্থা করা হয়েছে। সামগ্রিক ভাবেই ডায়মন্ড হারবার ১ নং ব্লকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে বলে জানান ডাঃ মোঃ আকবর হোসেন।সেই সাথে সাধারণ মানুষদের স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসন এর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct