প্রত্যাশার ছলছাপ
রফিকুল ইসলাম
কিছু প্রত্যাশা ঘুমঘোর স্বপ্নের মতো
সময়ের শাসনে পালাতক ফেরারী।
প্রত্যাশিত ছিল এমন অবান্তরও নয়...
তবুও,বুকে বিঁধে আছে খসখসে সংশয়।
দুঃশাসনের বিরুদ্ধে খুঁজেছে আশ্রয়
ঠিকানাবিহীন উদাসী বেহুলার ভেলায়।
অপরাধবোধ নিঃশব্দে বিদগ্ধ করে যখন;
পৃথিবীর বুকে চলে দুর্বৃত্তের প্রজনন,
রাজ্যের ভাঁজে ভাঁজে একরাশ বিষাদ তখন;
বর্ণহীন অনুতাপ নিঃসঙ্গ চিলের ডানায়
ফিরে যায় সুনীল অসীম শূন্যতার ওপারে...
যেন,ঝাঁঝালো দুপুরে পুড়ে পুড়ে অবশেষ;
একটা বিকেল মিশে যায় অন্ধকারে।
শুধু সময় কালের বোবাস্বাক্ষী হয়ে দাঁড়ায়
প্রতিশ্রুত নালিশের দরজায়,
যেন, প্রাচীন প্রাণহীন মূর্তির মতো..
প্রৌঢ়তার দেবালয়ে মাথা ঠুকে ঠুকে
কারও নীরব আর্তির প্রার্থনা কেঁদে যায়..।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct