ভীষণ অভাব
নুর বেগম
ভীষণ অভাব!আলো-অন্ধকার মোড়া এই পৃথিবীতে
অট্টালিকায় সুখের নয় কুঁড়ে ঘরের শান্তির অভাব।
পারি না আর দেখতে - স্বপ্ন মৃত্যুর মিছিল...
বজ্র হুঙ্কারে মাথা চাড়া দিয়ে ওঠে কঠিন প্রাচীর
জীর্ণ শাড়িতে ঢাকা তার ছেঁড়া ব্লাউজ...
ভিক্ষার বাটি নিয়ে মিটায় মনের অনাবিল খোরাক।
ক্লান্ত দেহ-মন,বিবাগী ফিরে গ্রামের দ্বারে দ্বারে
অভাবী তোর অভাব কোথায় সুখের প্রান্তরে?
গ্রামে গ্রামে ফিরিস সঙ্গে নিয়ে - ‘অভাব’
স্বীকারোক্তিতে সম্মানে লাগে এই তোর স্বাভাব!
পুরো পৃথিবী তোর আশ্রয় ভূমি হবি যখন ক্লান্ত
রঙের মেলা বসবে দুয়ারে দেখবে সবাই শান্ত।
মানবে না তোর সুখ দেখে বাড়াবে না কেউ হাত
সুযোগ পেলেই বসবে চেপে করবে মিলে প্রতিঘাত।
উষ্ণ হাওয়ায় গিলে যায় কত বাঁকা পথ...
গন্তব্য তোর অভাবের সঞ্চয়ে মোড়া - সম্পদ।
বুঝবার,বোঝাবার মতো মানুষের অভাব
বিষাদের কুহেলিকায় ভরা মনের অনুতাপ।
হাজারো অভাবে কেটে যায় তার ‘একটি জীবন’
প্রকাশে ভাষার অভাব!কেবলই জানে মরণ।
পথসাথী কেউ না থাকুক “সঙ্গে তো আছে অভাব”
তবু স্বীকারোক্তিতে লজ্জা লাগে এই তার স্বভাব...!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct