অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে মহিলাদের জন্য ২০ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ডের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। পাশাপাশি এদিন বার্ন ইউনিট চালু করা হলো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিনের এই কর্মসূচিতে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, মহকুমা শাসক (গঙ্গারামপুর) পি প্রমথ সহ আরো অনেকে। জানা গিয়েছে, ক্রমবর্ধমান রোগীর বিষয়টিকে মাথায় রেখে শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাদের জন্য নতুন করে ২০ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয়। পাশাপাশি গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে এতদিন কোন বার্ন ইউনিট ছিল না। এর ফলে অগ্নিদগ্ধকে নিয়ে চিকিৎসার জন্য জেলা সদর বালুরঘাটে কিংবা অন্য কোন বেসরকারি হাসপাতালে নতুবা মালদা কিংবা রায়গঞ্জে যেতে হতো। সেই বিষয়টিকে মাথায় রেখে এদিন গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে একটি বার্ন ইউনিট চালু করা হয়। এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, “জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর প্রচেষ্টায় একটি ভালো কাজের শুভ সূচনা করা হলো। মহিলাদের জন্য ২০ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড চালু করার পাশাপাশি দুটো ঘর নিয়ে বার্ন ইউনিট চালু করা হলো। তবে আগামী দিনে এই বেডের সংখ্যা আরো বাড়ানো হবে। চিকিৎসা ক্ষেত্রে মানুষকে যাতে আরো বেশি করে সুযোগ সুবিধা দেয়া যায় সেটাই আমাদের মূল লক্ষ্য।”অন্যদিকে, এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান, “গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে মহিলাদের জন্য এতদিন বেডের সংখ্যা ছিল ৪৫। এর ফলে রোগীদের একটু সমস্যায় পড়তে হতো।তাই ক্রমবর্ধমান রোগীর বিষয়টিকে মাথায় রেখে নতুন করে আরো কুড়িটি শয্যা বিশিষ্ট মহিলাদের জন্য নতুন একটি ওয়ার্ড চালু করা হল। পরে বেডের সংখ্যা আরও বাড়ানো হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct