বিজয়ের দ্বারপ্রান্তে
আব্দুল মুকিত মুখতার (লন্ডন থেকে)
এইভাবে আর ক’দিন চলে কেমনে থাকা যায়
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায়।
দেয়ালে পিঠ লেগে গেছে আর চলা কী যায়?
একটা কিছু করতে হবে, বসে থাকলে চলবে না
ধৈর্যের একটা সীমা আছে, আর নহে টালবাহানা।
উল্টো পথে ফিরতে হবে শক্তি রেখে পায়।
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায় \
অস্ত্র বাণিজ্য এম্বাগোর্তে মানুষ হত্যার নীতি
হর হামেশা চলছে ধরায় মুসলিম নিধন রীতি
এটা কেমন ভূ—রাজনীতি সভ্য নামক দুনিয়ায়।
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায় \
আসল—সন্ত্রাস কোথায় থাকে জানেন বিশ্ববাসী
পান থেকে চুন কষলে বলে মুসলমানরা সন্ত্রাসী!
বিশ্ব জুড়ে ত্রাসের নৌকা রণতরী ভাসায়।
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায় \
নমরূদের সেই অগ্নিকুণ্ড আবুজেহেলের বাহিনী
ইতিহাসতো সাক্ষী আছে মুমিন পশম জ্বলেনি
মুসলমানতো চির বিজয়ী ভয়টা তবে কোথায়?
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায় \
বাঁচলে গাজী মরলে শহীদ মুমিনের নাই মরণ
বিশ্বজুড়ে দেখছে মানুষ ইঙ্গ—মার্কিন ত্রাসন।
কিসের এত ভয় তোমাদের বসে আছো ঠায়?
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায় \
এবার সুযোগ এসেছে ভাই বদর ঝাণ্ডা ধরো
ইহুদি—মার্কিন তাড়াতাড়ি পবিত্র ভূমি ছাড়ো
তিন’শ তের বদর যোদ্ধার কীর্তি আছে ধরায়।
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায় \
আল্লাহ আছেন আগের মতো দিনদুনিয়া বরাবর
মুসলমানতো মাশা’আল্লাহ ঈমান একটু নড়বড়
মুকিত বলে বিশ্বাস রাখো বিজয় এবার দরোজায়।
পিঠ লেগেছে ইট প্রাচীরে আর তো চলা দায়
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct