আলম সেখ, কলকাতা, আপনজন: ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র সরকারের সাথে সংঘর্ষ চলতেই আছে রাজ্যের, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রীম কোর্ট সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে কেন্দ্র, সত্যি যদি দুর্নীতি হয়ে থাকে তবে তার তথ্য প্রকাশ না করে গরিব অসহায় শ্রমিকদের টাকা কেনো আটকে রেখেছে সরকার প্রশ্ন করেন সুপ্রীম কোর্ট। জবাবে কেন্দ্র সরকার জানান রাজ্য সরকার হিসেবে দিতে পারেনি তাই টাকা আটকে দেওয়া হয়েছে, এদিকে তৃণমূল কংগ্রেস বকেয়া টাকার দাবি নিয়ে দিল্লিতে আনন্দে যাওয়ায় রাজ্য বিজেপিও ১০০ দিনের কাজের সিবিআই তদন্ত চেয়ে আন্দোলন শুরু করে। এবার রাজ্য সরকার ও কেন্দ্রীয় বিজেপি সরকারের সংঘর্ষের জেরে বঞ্চিত হওয়া দরিদ্র শ্রমিকদের নিয়ে বিবৃতি দিলেন এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন ।
তিনি বলেন - ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যে অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করতে চাইছে তা অনভিপ্রেত। এসডিপিআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কেন্দ্রের এই ভূমিকার নিন্দা করছে। এবং দ্রুত এই প্রকল্প চালুর দাবি জানিয়েছেন রাজ্য সহ-সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি এই প্রসঙ্গে বলেন গ্রামের গরিব মানুষ এ প্রকল্পের মাধ্যমে জীবন যাপনের ন্যূনতম হলেও সহায়তা পেয়ে থাকেন এবং সমাজের অর্থনৈতিক অবস্থাও কিছুটা হলেও সচল থাকে। কিন্তু গরীব মানুষদের অর্থনৈতিক সমস্যার মূল সমাধান কখনোই হতে পারে না। সাহাবুদ্দিন ১০০ দিনের কাজের বিষয়ে কেন্দ্র সরকারের ভূমিকার সমালোচনা করতে গিয়ে প্রশ্ন তুলে বলেন যে হিসেবের গোলমালের অজুহাতে এই প্রকল্পের হক মারা হচ্ছে সেই হিসেবের গোলমালে কেন্দ্র সরকার কিছু কি কম? তারা সাধারণ মানুষের সামান্য আর্থিক সুযোগের উপর কোপ মারলেও আদানির বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির শক্তপোক্ত অভিযোগকে আড়াল করার চেষ্টা করছে। সংসদে বিরোধিরা তা নিয়ে যে তদন্তের দাবি বা সিলেট কমিটিতে পাঠানোর ন্যায়সঙ্গত দাবি জানাচ্ছে তাকে পাত্তা না দিয়ে গণতন্ত্রের প্রতিও অমর্যাদা করে চলেছে। ১০০ দিনের কাজের ক্ষেত্রে সবচাইতে বড় দুর্নীতি প্রকাশ পেয়েছে উত্তর প্রদেশে কিন্তু তা নিয়ে কেন্দ্র সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। কেন্দ্র সরকার ক্যাগের রিপোর্ট মানতে চাইছে না । সম্প্রতি কেন্দ্রের দুর্নীতি সামনে আনায় ক্যাগের (CAG) কর্তা ব্যক্তিদের আপন পদ থেকে সরিয়ে দিয়েছে। ফলে কেন্দ্র সরকার যে দুর্নীতির কথা তুলছে তা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়ে উঠেছে। মোদিজীর না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই স্লোগান সম্পূর্ণ ভেক হয়ে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct