আপনজন ডেস্ক: ইসরায়েলি গবেষণাপ্রতিষ্ঠান পরিচালিত একটি জরিপ ইঙ্গিত দিচ্ছে, গত সপ্তাহান্তে ইসরায়েলে হামাসের বিধ্বংসী হামলার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। অন্যদিকে জনপ্রিয়তা বেড়েছে সাবেক জেনারেল বেনি গ্যান্টজের, যিনি দেশটির ‘যুদ্ধকালীন মন্ত্রিসভার’ একজন সদস্য। ইসরায়েলের মারিভ সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্যানেল ফর অলের অংশীদারিতে লাজার রিসার্চ এই জরিপটি পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, ইসরায়েলে যদি এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নেতানিয়াহুর জোটের বিরুদ্ধে বিরোধী দলগুলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০০ জনের মধ্যে ৪৮ শতাংশ বলেছেন, গ্যান্টজ হবেন তাদের পছন্দের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুকে বেছে নিয়েছেন ২৯ শতাংশ মানুষ। জরিপ অনুসারে, গ্যান্টজের জাতীয় ঐক্য পার্টি (এনইউপি) নেসেটে (সংসদ) সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে। দলটি ৪১টি আসন পেতে পারে, যেখানে নেতানিয়াহুর লিকুদ পার্টি ১৯টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের নেতৃত্বাধীন ইয়েশ আতিদের ১৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক মাস আগে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এনইউপি ২৯টি এবং লিকুদ ২৬টি আসন পাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct