শামিম মোল্যা, কলকাতা, আপনজন: রাজ্যে শুরু হয়েছে এনআরসি, কোটি কোটি উদ্বাস্তু আদিবাসী মানুষ বেনাগরিক হতে চলেছে , এমনটা দাবি করে শনিবার উল্টোডাঙ্গা কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করেন “ ইউনাইটেড ফোরাম ভোট ফর ইন্ডিয়া”। সেখান থেকেই ঘোষণা দেওয়া হয়, আগামী সোমবার সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করার। “ইউনাইটেড ফোরম ভোট ফর ইন্ডিয়ার” জাতীয় কনভেনার সমাজ কর্মী রাজু ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপির নেতা মন্ত্রী সান্তনু ঠাকুর, মন্ত্রী নিশীথ পরামানিক উদ্বাস্তুদের নাগরিকত্ব বা সিএএ দেবার নাম করে ভোট নিয়েছিল। কিন্তু বাস্তবে সিএএ ২০০৩ আইনে নাগরিকত্ব দেবার কোনো প্রবিধান নেই। ভারত সরকারের হিসাব অনুযায়ী ওই সিএএ এর মাধ্যমে সারা দেশের মোট ৩১৩১৩ জন শরণার্থী নাগরিকত্বের আবেদন করতে পারবেন। বাকি দেশ ভাগে বলি হয়ে ভারতে এসে বসবাস করা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। ফলে বাংলা ও বাঙালিদের জীবনে একটি ভয়াবহ দিন ঘনিয়ে এসেছে। এ কারণেই আগামী ১৬ অক্টোবর দুপুরে “ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়ার” ডাকে প্রায় হাজার খানিক মতুয়া উদ্বাস্তু, মতুয়া নেতা মন্ত্রী সান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে তাঁর ঠাকুর নগরের বাড়িতে জড়ো হতে চলেছে এবং জনগণের কাছে জবাব দিহি করতে হবে। প্রয়োজনে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। ইউনাইটেড ফোরম ভোট ফর ইন্ডিয়ার উপদেষ্টা লেখক মানিক ফকির বলেন, উদ্বাস্তু জনগণ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে জানতে চাইবে তারা কবে নাগরিকত্ব পাবে। তিনি বলেন, ভারত সরকার এখন ভুয়ো আধার কার্ড ধরার নাম করে উদ্বাস্তুদের বেশির ভাগ মানুষকে এনআরসি ছুট করার কাজ শুরু করেছে। ফলে দলিত আদিবাসী ও মাইনরিটি মানুষদের এক বিরাট সংখ্যক মানুষ ১৯৫২ সালের ভোটার তালিকায় পূর্বপুরুষের নাম দেখাতে না পেরে ভয়াবহ বিপদে পড়বেন। অথচ বিজেপির কোনো নেতা ই এব্যাপারে জনগণকে সচেতন করেননি। ইতিমধ্যে বাংলার প্রায় ৮ লাখ মানুষের আধার কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সিপিএম এর উদ্বাস্তু সংগঠন ইউসিআরসি হিসাবে রাজ্যের প্রায় পনেরোশোর বেশি রেজিষ্টার উদ্বাস্তু কলোনি উচ্ছেদ হতে চলেছে, কেন্দ্রের কৌশলে। এ কারণেই আগামী ১৬ অক্টোবর দুপুরে ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়ার ডাকে প্রায় হাজার খানিক মতুয়া উদ্বাস্তু, মতুয়া নেতা মন্ত্রী সান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে তাঁর ঠাকুর নগরের বাড়িতে জড়ো হতে চলেছে। সেখানে তাদের প্রতিনিধিরা মন্ত্রী সান্তনু ঠাকুরের কাছে জানতে চাইবে, রাজ্যে এনঅরসি শুরু হয়েছে নানা ছলে, ফলে এই সময় মতুয়াদের করণীয় কি? তারা জানতে চাইবে, ২০১৯ সালের সিএএ আইনে ঠিক কোন জায়গায় উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দেবার কথা লেখা আছে? ফলে শান্তনু ঠাকুরকে জবাব দিতেই হবে তিনি সব কিছু জেনে বুঝে তার জাতিকে এভাবে বিপদে ফেললেন কেন?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct