হ রায়, বালু, আপনজন: স্বাধীনতার দীর্ঘ ৭২ বছর পরেও মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় ছিল না। বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে সুধী নাগরিক সমাজের কিছু বিদ্যোৎসাহী ব্যক্তি আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আন্দোলনকে ইতিহাসের পাতায় ধরে রাখতেই চাতক পত্রিকা ২০১৭ সালে প্রকাশ করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন নামক একটি বিশেষ সংখ্যা । এই আন্দোলনের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক, গবেষক সকলেই জানুক এমন ভাবনাকে মাথায় রেখে সাম্প্রতিক মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড অচিন্ত্য সাহার সঙ্গে এক সাক্ষাত করে সেই বিশেষ সংখ্যাটি তুলে দিলেন চাতক সম্পাদক শেখ মফেজুল । তিনি বলেন,
বিশ্ববিদ্যালয়ের প্রথম কাজ হচ্ছে গবেষণা করা । সেই কাজ সহজ করতে চলতি মাসের প্রথম দিকে প্রকাশিত হয়েছে চাতক এর আরও একটি গবেষণামূলক সংখ্যা বাঙালি মুসলমান : আর্থ-সামাজিক অবস্থান । আগামি দিনে মুর্শিদাবাদ জেলাসহ রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষে বিশ্ববিদ্যালয়ে যাতে এই সংখ্যার বিভিন্ন বিষয় গবেষণা করা হয়, সেই দাবিতে এই সংখ্যাটিও ভিসির হাতে তুলে দেওয়া হয় । চাতক সম্পাদক আরও বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের গবেষণা করলে, মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন কিভাবে হতে পারে, সে বিষয়ে দিক নিশানা পাওয়া যাবে ।আগামী দিনে মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেসব বিষয় নিয়ে গবেষণা করুক এবং সরকারি সহায়তা নিয়ে সার্বিক উন্নয়নের জন্য উদ্যোগ করা গ্রহণ হোক । এই কথাকে সামনে রেখে এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অর্ন্তবর্তিকালীন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড অচিন্ত্য সাহার হাতে চাতকের সাম্প্রতিক প্রকাশিত দুটি সংখ্যা তুলে দেওয়অ হয়। এদিন উপাচার্য অচিন্ত্য সাহা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মিজানুল হক এ বিষয়ে খুব উৎসাহী হন । এদিন চাতক এর সংখ্যা দুটি ভিসির হাতে তুলে দেওয়ার প্রেক্ষিতে মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন কোন পথে হতে পারে, সেসব বিষয়ে গবেষণা করার মানসিকতাকে সাধুবাদ জানান চাতক এর মুখ্য উপদেষ্টা খাজিম আহমেদ । তিনি বলেন চাতক এর সম্প্রতি প্রকাশিত বিশেষ সংখ্যা দুটি শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক । জেলায় বিশ্ববিদ্যালয় ছিলনা, স্বাধীনতার ৭২ বছর পর পাওয়ার জন্য আন্দোলন সংঘটিত হয়েছে, তার ধারাবাহিকতা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন কেন্দ্রিক একটি সংখ্যা । ইতিহাসকে ধরে রাখতেই বিশ্ববিদ্যালয় আন্দোলন সংখ্যা প্রকাশ করা হয় । ইতিহাসবেত্তা খাজিম আহমেদ আরও বলেন চাতক এর প্রকাশিত অনেক বিষয় আছে, যা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হওয়া খুব জরুরী । প্রত্যাশা করা যায়, জেলার উচ্চশিক্ষার প্রশাসকগণ সেবিষয়ে যত্নবান হয়ে জেলার স্বার্থে গবেষণার জন্য উদ্যোগী হবেন
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct