আব্দুস সামাদ মন্ডল, বিষ্ণুপুর, আপনজন: বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বগডহরা সিদ্দিকীয়া হাই মাদ্রাসায় (উচ্চমাধ্যমিক) পালিত হলোনবী দিবস। এদিনের মুল আকর্ষণ ছিল প্রতিযোগিতা সকাল থেকেই চলে ক্বেরাত,গজল,ক্যুইজ ও বক্তব্য প্রতিযোগিতাসমস্ত প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কারে পুরস্কৃত করা হয়।এবং বর্ষসেরা ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়।এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতর প্রধান বিষুপ্রিয়া পৌলিক তিনি বলেন, ইসলাম ধর্ম এবং নবীজির প্রথম বার্তা ছিল শিক্ষা। আমাদের সমাজকে বেশি বেশি করে শিক্ষার উপর জোর দিতে হবে। উপস্থিত ছিলেন বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতর উপপ্রধান আকবর আলি মন্ডল তিনি বলেন শিক্ষায় জাতীর মেরুদন্ড তাই আমাদের সকলকে শিক্ষার জন্য সর্বত্র চেষ্টা করতে হবে। উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জিয়ারুল খান তিনি বিশ্ব নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী শহিদুল্লাহ মোল্লা। তিনি বলেন, হযরত মুহাম্মদ বিশ্বের কাছে নিদর্শন স্বরূপ এসেছিলেন। তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই পথেই সমগ্র বিশ্বে শাস্তি ও সংহতি প্রতিষ্ঠিত হতে পারে। এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম তিনি বলেন, হযরত মুহাম্মদ সা. ছিলেন মানবতার মূর্ত প্রতীক। তিনিই ছিলেন বিশ্ব জাহানের আদর্শ শিক্ষক। এ দিনের সভায় সহকারী প্রধানশিক্ষক জনাব লিয়াকত আলী বলেন, নবুয়ত প্রাপ্তির পর আমাদের নবী সা. প্রতিটা পদক্ষেপে যেভাবে মানবতার জন্য কাজ করে গিয়েছেন এককথায় অনুকরণীয়। মাদ্রাসার আরবী বিভাগের শিক্ষক জনাব মাওলানা মোঃ আলি আজহার মন্ডল সাহেব বলেন কুরআন অবতীর্ণর প্রথম আয়াত ছিল ইকরা যার বাংলা অর্থ ‘পড়ো’ অপরদিকে রসূল সা এর হাদিসেও পড়ার জন্য জোর দিয়েছে, পড়াশোনার বিকল্প কিছুই হতে পারে না। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক আরসেদ আলি খান। উপস্থিত ছিলেন মাদ্রাসার সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক সহ সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct