আপনজন ডেস্ক: ইসরাইলের হামলায় গাজায় বিশেষ করে নিহত শিশুর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। জানা গিয়েছে, এ পর্যন্ত ৬০০ র বেশি নিথর শিশুর দেহ পাওয়া গিয়েছে ধ্বংসস্তুপের নীচ থেকে। এ ছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। দফায় দফায় গাজায় বিমান, স্থল— এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় ১৬০০ বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬০০ শিশু ও ২৭৬ জন মহিলা রয়েছে। এদিকে ইসরাইলি হামলায় গাজার অধিকাংশ স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত হয়ে গেছে। এ অবস্থায় হাসপাতালগুলোর রোগীর পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।এমনকি নিহতের সংখ্যা এত বেশি যে, হাসপাতালগুলোর মর্গেও জায়গা খালি নেই। গাজার শিফা হাসপাতাল একসঙ্গে মাত্র ৩০টি মরদেহ সংরক্ষণ করতে পারে। কিন্তু ইসরাইলের হামলার পর মরদেহ এত বেশি আসছে যে, সংরক্ষণাগারে আর কোনো জায়গা নেই। বাধ্য হয়েই হাসপাতালের করিডরে, গ্যারেজে এমনকি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে ফেলে রাখতে হচ্ছে। অন্যান্য হাসপাতালের অবস্থাও কমবেশি একই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct