বাইজিদ মণ্ডল, উস্তি, আপনজন: পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে নাজরা অঞ্চল নেতৃত্বদের উপস্থিতিতে পদুমা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভি সি কমিটি গঠন করা শুরু হয়। সেখানে দেখাযায় কমিটি গঠন কে কেন্দ্র করে পদুমা গ্রামে তৃণমূলের সদস্য র সঙ্গে উপস্তিত তৃণমূলের যুব নেতৃত্ব দের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পরে। তৃণমূলের সদস্যর অভিযোগ স্কুলের অধিকাংশ ছাত্রদের অভিভাবকরা এদের কে কমিটিতে চায়না, তাই বিনা দোষে যুব নেতৃত্বরা দলবল নিয়ে সকলে মিলে আমাদের উপর চড়াও হয়,আমরা কমিটি গঠনের মিটিং থেকে চলে আসার পর,এরা জোরপূর্বক একক ভাবে নিজেদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এর ভি সি কমিটি গঠন করে নেয়। পাশাপাশি মিড ডে মিল নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা মগরাহাট পশ্চিম বিধান সভার নাজরা পদুমা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঠিক মতো মিড ডে মিলের খাওয়ার দেওয়া হোত না, যদিও দেওয়া হয় সেই মিড ডে মিল রান্নার খাবার কিন্তু মুখে দেওয়ার মতো নয়। এমনকি ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সাথে খারাপ আচরণ করত রাঁধুনিরা এমনটাই অভিযোগ অভিভাবকদের। সে কারনেই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্থানীয় নেতৃত্ব আশ্বাস দিলে অভিভাবকরা তার পরেই বিক্ষোভ তুলে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct