আপনজন ডেস্ক: একপ্রকার চাপে পড়ে গাজায় হাজার হাজার ফিলিস্তিন হামলার ভিডিও সরিয়ে দিচ্ছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম 'এক্স'। একই সঙ্গে হামাসযোদ্ধাদের শত শত অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে তারা। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ইন্ডাস্ট্রির প্রধান থেইরি ব্রেটন জানান, মেসেজিং প্ল্যাটফর্মে এক্স থেকে এসব ভিডিও'র মাধ্যমে যাতে কোনো গুজব ছড়িয়ে না পড়ে, তার জন্য এগুলি সরিয়ে দেওয়া হয়েছে। থেইরি ব্রেটন বলেন, 'এক্স প্ল্যাটফরম ব্যবহার করে কেউ যেন ইউরোপে বিভ্রান্তি ছড়াতে না পারে, এ জন্য এই প্ল্যাটফরম থেকে ভুয়া ভিডিও সরিয়ে নিতে হবে।' ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ৮০টি ভিডিও কনটেন্ট সরিয়ে নিতে এক্স প্ল্যাটফরমকে নোটিশ জারি করা হয়। এক্স প্ল্যাটফরমকে আলটিমেটাম দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেও সতর্ক করেছেন থেইরি। এর অআগে ইসরাইলে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। এসব হামলার ভিডিও প্রচার করে ফিলিস্তানের এই সশস্ত্র গোষ্ঠী। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এক্সের আচরণে ক্ষুব্ধ ফিলিস্তিন সমর্থকরা।তাদের অভিযোগ, আমেরিকা ও ইউরোপের চাপে 'এক্স' বিমাতৃসূলভ আচরণ করে শুধু ফিলিস্তিনের পক্ষে যাওয়া ভিডিও সরিয়ে দিল। অথচ, যেগুলি ইসরাইলের পক্ষে যায় সেই ভিডিও গুলি থেকে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct