আপনজন ডেস্ক: গত শনিবার থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। যে হামলার জেরে গোটা গাজা শহর বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিসস্থিতিতে ইসরাইলকে হুঁশিয়ারি দিল ইরান। তারা পরিস্কার করে জানিয়ে দিয়েছে, ইসরাইল যদি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রাখে, তা হলে চলমান সংঘাত ‘অন্যান্য ফ্রন্টেও শুরু হতে পারে। গাজায় যদি ইসরাইলের বোমাবর্ষণ অব্যাহত থাকে, তবে চলমান যুদ্ধ ‘অন্যান্য ফ্রন্টে’ শুরু হতে পারে বলে সরাসরি হুমকি দিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।বৈরুতে তিনি পৌঁছানোর মাত্র লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। লেবাননের রাজধানীতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। সেখানে তিনি বলেন, ‘গাজায় অব্যাহত আগ্রাসন, যুদ্ধাপরাধ এবং অবরোধের আলোকে চলমান সংঘাত অন্যান্য ফ্রন্টে শুরু হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।’আমির-আব্দুল্লাহিয়ান লেবাননের আগে ইরাক সফর করেছেন এবং আঞ্চলিক সফরের অংশ হিসাবে এই সপ্তাহের শেষের দিকে সিরিয়ায় গিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ফিলিস্তিনিদের সমর্থনে অবস্থান নেওয়ার জন্য ঐকমত্যে পৌঁছাতে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct