সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: নিকাশিনালা রাস্তা থেকে জল নামানোর জন্য তৈরি করা হচ্ছে? নাকি রাস্তায় জল জমানোর জন্য তৈরি করা হচ্ছে? প্রশ্ন জাগছে এলাকাবাসীর মনে। কারণ রাস্তার থেকেও নিকাশিনালার উচ্চতা অনেকটাই বেশি।মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রামদাসপুর-কাপাসডাঙ্গা রাস্তায় নিকাশীনালা তৈরীর কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার অন্যান্য জায়গায় জল জমলেও এই জায়গাতে কোনরকম জল জমে না, তাই নিকাশিনালার প্রয়োজন ছিলো না এখানে। কিন্তু জল নিষ্কাশনের জন্য নিকাশীনালা তৈরি করা হচ্ছে অথচ নিকাশিনালার উচ্চতা রাস্তার থেকে যথেষ্ট বেশী। তবে কি রাস্তার জল নালায় নয় বরং নালার জল রাস্তায় নিয়ে আসার জন্য এই ব্যবস্থা প্রশাসনের? প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। কাজের শুরু থেকে এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিক বা ইঞ্জিনিয়ার সেখানে কাজ পরিদর্শন করেনি বলে স্থানীয়দের দাবি।
গ্রাম পঞ্চায়েতের প্রধান মোঃ কবিরুল শেখ বলেন, ‘এই বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলাম। হয়তো আগামী দিনে রাস্তাটা উঁচু করা হবে, তাই ভেবে নিকাশি নালার উচ্চতা বৃদ্ধি করে তৈরি করা হচ্ছে।’ অন্যদিকে ঠিকাদার সংস্থা বা ইঞ্জিনিয়ার সংবাদমাধ্যমকে কোনো উত্তর দেয়নি। কিন্তু প্রশ্ন, গত কয়েক বছরে ওই রাস্তাটি বেশ কয়েকবার পুনঃনির্মাণ হলেও রাস্তার উচ্চতা বৃদ্ধি করা হয়নি বরং উচ্চতা আরও কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যেখানে কাজ চলছে তার পাশে নিকাশি-নালা তৈরি করা হয়েছিল, ওই রাস্তায় কোনোরকম জল জমতো না, কিন্তু তৈরি হওয়া নিকাশিনালা রাস্তার থেকে উঁচু করে তৈরী করার কারণে জল নামার রাস্তা বন্ধ হয়ে গেছে! ওই রাস্তায় এখন হাল্কা বৃষ্টিতেও জল জমে থাকে।রাস্তার উচ্চতা বৃদ্ধি করা হবে কি না ভবিষ্যতের কথা, কিন্তু রাস্তার থেকে উঁচু থাকবে নিকাশিনালাগুলো! এই ছবি কি প্রশাসন দেখেনি, নাকি দেখেও চুপ করে গেছে? নাকি চোখে কালো কাপড় বেঁধে রেখেছে?তাহলে কি প্ল্যান করে প্রশাসন রাস্তা ডুবিয়ে ফেলতে চাইছে? প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct