সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলা পুলিশের নির্দেশ মোতাবেক গত আগষ্ট মাস থেকে জাতীয় সড়কের ওপর পুলিশের গাড়ি দাঁড় করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কয়লা পাচারকারীরা গ্রামের রাস্তা দিয়ে কোনক্রমে জাতীয় সড়কে উঠে গেলেই কয়লা পাচারের ক্ষেত্রে নিশ্চিত। সেরূপ ষড়যন্ত্রের কথা গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ অতর্কিতে অবৈধ কয়লা পাচারকারীদের উদ্দেশ্যে অভিযানে নামে।সেক্ষেত্রে অবৈধ কয়লা ভর্তি তিনটি মোষের গাড়ি ও চারটি মোটরসাইকেল আটক করে। পুলিশ সূত্রে খবর, খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকা থেকে আসা অবৈধ কয়লা বোঝাই মোষের গাড়ি ও মোটরসাইকেল আটক করা হয়েছে ।জানা যায় যে, আটককৃত কয়লা ভর্তি মোষের গাড়ি ও মোটরসাইকেল গুলো নিরিবিলি রাস্তা দিয়ে নিশ্চিত ভাবেই যাচ্ছিল এবং তাদের অভিমুখ ছিল রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দিকে। কিন্তু সেই সময় দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে ঐ কয়লা বোঝাই গাড়িগুলোকে আটক করে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। বাকিরা পলাতক। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে। শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct