আপনজন ডেস্ক: ফিলিস্তিন ও লেবাননে চলমান ইসরায়েলি অভিযান প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'আপনারা জানেন, হিজবুল্লাহ খুবই স্মার্ট।' যদিও তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সমালোচনা করেছে হোয়াইট হাউসও। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেছেন, ট্রাম্পের মন্তব্য বিপজ্জনক এবং বেফাঁস। এ ঘটনায় ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করেছে ইসরায়েলও। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কার্হি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, 'ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। এটি লজ্জাজনক যে, একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি জনগণের চেতনায় আঘাত করার মতো মন্তব্য করেন।' ক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। দেশটির যেকোনো সরকারই ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে থাকে। সম্প্রতি বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দৃঢ় এবং অটুট। যারা সন্ত্রাসবিরোধী, আমরা সবসময়ই তাদের পৃষ্ঠপোষকতা করি। ঘটনার পর ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে হিজবুল্লাহ প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে কিছু না বললেও, তিনি বলেছেন, 'ইসরায়েলের ট্রাম্পের চেয়ে ভালো ও বিশ্বস্ত আর কোনো বন্ধু নেই।' বিবৃতিতে বাইডেনের নেতৃত্বের সমালোচনাও করেন ট্রাম্প। এমনকি ফিলিস্তিনে চলমান সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহতের ঘটনার জন্যও বাইডেনের ভূমিকাকে দায়ী করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct