সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ধূপগুড়ি থানা এলাকার সমস্ত পূজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হলো অনুদানের চেক। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানায় আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করা হয়। ৭০হাজার টাকা করে এইবছরে পূজো কমিটিগুলোকে অনুদান তুলে দেওয়া হলো। অনুদান পেয়ে রীতিমতো খুশি পূজো উদ্যোক্তারা। বৃহস্পতিবার ধূপগুড়ি থানার কনফারেন্স রুমে থানা এএসআই ও পুলিশ আধিকারিকরা ধূপগুড়ি থানার অন্তর্গত পূজো কমিটিগুলির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক বিলি শুরু করেন। এদিন পুলিশ আধিকারিকরা ধূপগুড়ির নবজীবন সংঘ, দক্ষিনায়ন ক্লাব, বটতলা ভক্ত সংঘ সহ মোট ১৭১টি পূজো কমিটির হাতে চেক তুলে দেন। এদিন চেক বিলির সময় বিভিন্ন পূজো কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা।জানা গেছে, ধূপগুড়ি থানার ১৭১টি পূজো কমিটিকে দুর্গাপূজার অনুদানের এই চেক প্রদান করা হয়েছে। পাশাপাশি পূজো উদ্যোক্তাদের সচেতন করা হয় পূজোর ক’টা দিন কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে।বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিতে চলতি বছরের দুর্গোৎসবের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। ধূপগুড়ি থানা এলাকার বিভিন্ন পূজো কমিটিগুলি একে অপরকে টেক্কা দিতে জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করেছে। এরইমাঝে সরকারি অনুদানের চেক হাতে পাওয়ায় খুশি পূজো কমিটিগুলিও।ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও পূজো উদ্যোক্তাদের ডাকা হয় এবং তাদের হাতে চেকগুলো তুলে দেওয়া হয়। সেইসাথে উদ্যোক্তাদের সচেতন করা হয় যাতে পূজোর ক’টা দিন কি কি সতর্কতা অবলম্বন করা হবে। কিভাবে কি করতে হবে এসব বিষয়েও অবগত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct