নিজস্ব প্রতিনিধি, ডায়মণ্ডহারবার, আপনজন: শুক্রবার সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ডায়মণ্ড হারবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল মিড ডে মিল কর্মীরা। এই ডেপুটেশনে প্রায় পাঁচ শতাধিক মিড ডে মিল কর্মীরা উপস্থিত ছিলেন। ডেপুটেশনের পরে ওখান থেকে ডায়মন্ড হারবার শহরে মিছিল করেন তারা। বিভিন্ন কর্মে ব্যস্ত থাকা ওইসব মহিলারা রান্না করা, পরিবেশন করা, বাসন ধোওয়া সহ সকল কাজ করার পাশাপাশি ছাত্রদের পাশে পড়াশোনার সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন তারা । তানারা জানান এই হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই রাজ্যে মাসে বেতন পায় মাত্র ১৫০০ টাকা। আবার এই টাকা বছরের ১০ মাস দেওয়া হয়, মে মাসের গ্রীষ্মকালীন ও অক্টোবর মাসের পূজার ছুটির অজুহাতে ২ মাস বেতন দেওয়া হয় না।মে ও অক্টোবর মাসে ১০ থেকে ১৪ দিন স্কুল খোলা থাকে এবং মিড ডে মিলের কাজ করতে হয় । অথচ আমাদের দেশে হরিয়ানা তে ৭০০০, কেরলে ৯০০০, তামিলনাড়ু রাজ্যে ১০ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হয়। আমাদের রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর , অঙ্গনওয়াড়ী সহায়িকাদের মাসে ৬৩০০ টাকা বেতন দেয়। শিক্ষা দপ্তর একই বিষয় নিয়ে বারে বারে জানালেও কোন সূরা হয়নি। তাই আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এমন হুঁশিয়ারি দেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct