আপনজন ডেস্ক: স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলেছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তের দিকে এগোতে শুরু করেছে ইসরায়েলি ট্যাংক। সেইসঙ্গে ভারী অস্ত্রও জমা করা হচ্ছে। এদিকে হামাস ফিলিস্তিনিদের নিজেদের বাড়ি ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামাস যোদ্ধারা গাজার সুড়ঙ্গে লুকিয়ে আছে এমনটি ধারণা ইসরায়েলি সেনাদের। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজা শহরের কাছ ভারী অস্ত্র জমা করছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বার্তা বলা হয়, গাজার লোকজন, পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে দক্ষিণের দিকে সরে যান। আসছে দিনে গাজা শহরে অভিযান শুরু করা হবে। আমরা চাই কোনো বেসামরিক লোকজনের ক্ষতি না হোক। এদিকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের বাড়ি না ছাড়ার আহ্বান জানিয়েছে হামাস। এ নিয়ে হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান বাসেম নাইম বলেন, আমাদের কাছে দুটি অপশন আছে। একটি হলো দখলদারদের হারানো। আরেকটি হলো বাড়িতে থেকে মারা যাওয়া। ১৯৪৮ সালের মতো আমরা আরেকটি নাকবা (বিপর্যয় দিবস) হতে দেব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct