আপনজন ডেস্ক: অক্টোবরের শুরুতে অভিবাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। এরই ধারাবাহিকতায় ইইউর পাঠানো ৬০ মিলিয়ন ইউরো বা ৭০০ কোটি টাকা ফেরত পাঠিয়েছে দেশটি। ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বৃহস্পতিবার ইউরো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসন ঠেকাতে চলতি বছরের জুলাই থেকে ‘কৌশলগত অংশীদার’ হিসেবে তিউনিশিয়াকে বিবেচনা করে আসছিল ইইউ।এ লক্ষ্যে তিন মাস আগে একটি চুক্তিও সই করেছিল ইইউ ও তিউনিশিয়া সরকার। তবে সেপ্টেম্বরের শুরুতে ইউরোপীয় কমিশন জানায়, আফ্রিকা থেকে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে করা চুক্তির অংশ হিসেবে তিউনিশিয়াকে ১২৭ মিলিয়ন ইউরো বা ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct