আপনজন ডেস্ক: অলিম্পিকে ফেরার পথে আরেকটি বাধা পেরোল ক্রিকেট। ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক শহর লস অ্যাঞ্জেলেসের আয়োজক কমিটির প্রস্তাব মেনে টি-টোয়েন্টি ক্রিকেটসহ পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি সভাপতি টমাস বাখ আজ ভারতের মুম্বাইয়ে এ ঘোষণা দিয়েছেন। অবশ্য অলিম্পিকে প্রবেশাধিকার পেতে আরেকটি বাধা পেরোতে হবে ক্রিকেটকে। আগামী সোমবার মুম্বাইয়ে আইওসির সদস্যদের ভোটেই ক্রিকেটসহ বাকি নতুন খেলাগুলোর অলিম্পিকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। গত সোমবার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক সংস্থা ক্রিকেটসহ পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য আইওসির কাছে অনুরোধ করে। ক্রিকেট ছাড়াও বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও লাকরোসকে লস অ্যাঞ্জেলেস গেমসে নতুন খেলা হিসেবে অনুমোদন দিয়েছে আইওসি। এখন সদস্যদের ভোটেও অনুমোদন মিললে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরবে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ছিল ক্রিকেট। প্যারিসে ক্রিকেটের একমাত্র ম্যাচে ফ্রান্সকে ১৮৫ রানে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। ম্যাচটিতে প্রতি দলে ১২
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct