আপনজন ডেস্ক: বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুবমান গিল। যে কারণে খেলতে পারেননি বিশ্বকাপে ভারতের প্রথম দুই ম্যাচে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গিল। আজ অনুশীলনও করেছেন এই ওপেনার। যদিও আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কি না, সেটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার কথায় এই ভারতীয় ওপেনারের খেলার ইঙ্গিতই পাওয়া গেছে। রোহিত বলেছেন, ম্যাচ খেলার জন্য গিল ৯৯ শতাংশ ফিট। গিলকে ছাড়াই প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত। তাঁর জায়গায় এই দুই ম্যাচে ইনিংস ওপেন করেছেন ঈশান কিষান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হলেও আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রান করেছিলেন কিষান। গিল ফিরলে এই ঈশানকে ফিরতে হবে মিডল অর্ডারে। গিল ফিরছেন কি না, সেই প্রশ্নে রোহিত বলেছেন, ‘ম্যাচ খেলার জন্য গিল ৯৯ শতাংশ ফিট। দেখি কাল কী হয়।’ গিল ফিরলে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে। ২৪ বছর বয়সী এই ওপেনার আছেন দুর্দান্ত ছন্দে। আজই আইসিসির কাছ থেকে পেয়েছেন সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। গত মাসে গিল ৮টি ওয়ানডে খেলে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেন ৪৮০ রান। গড় ৮০, স্ট্রাইক রেট ৯৯.৩৭। ভারতের এশিয়া কাপ জয়ের পথে করেছেন ৩০২ রান। বাংলাদেশের কাছে নিয়ম রক্ষার ম্যাচে ভারত হারলেও তিনি উপহার দিয়েছিলেন ১২১ রানের ইনিংস। এ ছাড়া নেপাল ও পাকিস্তানের বিপক্ষে ফিফটি ছিল তাঁর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। ওই সিরিজে প্রথম দুই ওয়ানডেতে তাঁর রান ছিল যথাক্রমে ৭৪ ও ১০৪।বছরজুড়েই অবশ্য গিলের কাছ থেকে এমন ইনিংসই দেখা গেছে। এ বছর ২০ ইনিংস ব্যাটিং করে ৭২.৩৫ গড়ে ১২৩০ রান করে পা রেখেছেন বিশ্বকাপে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct