আপনজন ডেস্ক: রাজ্যের মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘দিদির দূত’ কর্মসূচি। তাতে বিপুল সাড়া মিলেছিল। এবার দুর্গাপুজোকে হাতিয়ার করে একই কায়দায় জনসংযোগ বাড়াতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করছেন ‘অভিষেকের দূত’ কর্মসূচি। শনিবার অর্থাৎ মহালয়ার দিন হাওড়ায় তার কর্মসূচি রয়েছে। যার নাম ‘অভিষেকের দূত’। সেখানে থাকবেন জেলার সমস্ত দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ‘অভিষেকের দূত’ কর্মসুচিতে পুজোর সময় মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের নেতা কর্মীদের। বিশেষ করে যুব তৃণমূল কর্মীরা পুজোর সময় রাস্তায় রাস্তায় শিবির করে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ‘অভিষেকের দূত’ হিসেবে। মোট কথা মুশকিল আসান হতে চায় ‘অভিষেকের দূত’। এছাড়া আগামী সপ্তাহে টানা চারদিন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় বস্ত্রবিতরণ ও অন্যান্য কর্মসূচি রয়েছে তার। এরপর সোমবার থেকে তিনি ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় জনসংযোগ শুরু করবেন । বেশিরভাগই পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে। ১৬ অক্টোবর ডায়মন্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠ ও মশাটের খাজের পোল এলাকার বাসিন্দাদের বস্ত্র বিতরণ করবেন অভিষেক। ১৭ অক্টোবর বাটা স্টেডিয়ামে আসবেন বিশ্বখ্যাত প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো । তাঁকে স্বাগত জানাতে সেখানে থাকবেন তৃণমূল সাংসদ। এর পর ১৮ তারিখ বজবজের বিড়লাপুর ও মহেশতলায় দুটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে। ১৯ অক্টোবর সাতগাছিয়া বিদ্যানগর মঠের মাঠ ও বিষ্ণুপুরের প্লাইউড মাঠের কর্মসূচিতেও থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এর আগে ১০০ দিনের কাজ করেও প্রাপ্য থেকে বঞ্চিতদের নিয়ে রাজভবনের সামনে বকেয়ার দাবিতে ধরনার অভিষেক বলেছিলেন, ”এই উৎসবে যদি আপনাদের মুখে হাসি ফোটাতে না পারি, তাহলে আমরাও হাসব না। পুজোর সময়ে আপনারা যদি নতুন জামাকাপড় না পরতে পারেন, আমরাও পরব না।” তবে ধর্না কর্মসূচিতে আপাতত ইতি পড়েছে। এসবের পর অভিষেক নিজের সংসদীয় কেন্দ্রে উৎসবের মরশুমে জনসংযোগ বাড়াতে সাধারণ মানুষদের বস্ত্র বিতরণ করবেন নিজের হাতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct