আপনজন ডেস্ক: হামাস-ইসরায়েল যুদ্ধ ঘিরে এবার বৈষম্যমূলক মনোভাব প্রকাশ করল যোগ আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের সরকারের মতে, হামাসের হামলায় ইসরায়েলের মানুষজনের মৃত্যু মর্মান্তিক। কিন্তু ইসরায়েলের আক্রমণে গাজা উপত্যকায় শত শত ফিলিস্তিনের মৃত্যুকে তারা অমানবিক মনে করছে না। তাই ইসরায়েলের প্রতি সহমর্মিতা দেখাতে এগিয়ে এসেছে উত্তরপ্রদেশ সরকার। এর ফলে উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যের কোনও অধিবাসীকে হামাসের সমর্থন করতে দেখলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চায়। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। চলমান ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে ভারত সরকারের অবস্থানের বিরোধিতা করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন। ফিলিস্তিনকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কার্যকলাপ বা পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। কয়েকদিন আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ইসরায়েল বিরোধী’ মিছিলের পর মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুসলিম আলেমদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে এবং স্পষ্ট করে দিতে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আবেগ উস্কে দেওয়ার কোনও প্রচেষ্টা বা ধর্মীয় স্থান থেকে অনুরূপ মনোভাব সহ্য করা হবে না। এ ধরনের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিন আগে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। তার পাল্টা হিসেবে গাজায় ইসরায়েলি বিমান হামলার শত শত মানুষকে হত্যা করার নিন্দা জানিয়ে ‘ফিলিস্তিন’-িএর সপক্ষে স্লোগান দিয়ে এএমইউ ক্যাম্পাসে একটি মিছিল বের করেছিল। ফিলিস্তিনকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের জন্য এক মুসলিম পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানোয় তদন্ত করছে পুলিশ। গাজায় বিমান বোমা হামলার ছবি পোস্ট করা উত্তরপ্রদেশের বেরেলি জেলার এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। ভারত ইসরায়েলের সাথে সংহতি প্রকাশ করেছিল এবং দেশটিতে সন্ত্রাসী হামলার নিন্দা করেছিল। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ভারত সর্বদা ইসরায়েলের সাথে শান্তির পাশাপাশি সুরক্ষিত এবং স্বীকৃত সীমানার মধ্যে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ভারতের এই অবস্থান একই থাকবে। তিনি বলেন, ‘আমাদের নীতি দীর্ঘদিনের এবং সামঞ্জস্যপূর্ণ। ভারত সর্বদা ইসরায়েলের সাথে শান্তির পাশাপাশি সুরক্ষিত এবং স্বীকৃত সীমানার মধ্যে বসবাসকারী একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা পুনরায় শুরু করার পক্ষে ছিল। আমি মনে করি, এই অবস্থান একই থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct