আপনজন ডেস্ক: শারদীয়া বাজনা বাজতে শুরু করেছে। সামনেই দুর্গাপুজো। সেই পুজো উপলক্ষে রাজ্য সরকারি সরকারি কর্মচারীদের জন্য অগ্রিম বেতনের ব্যবস্থা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। পুজোর আগেই অক্টোবর মাসের বেতন হাতে পেয়ে যাবেন তারা। সূত্রের খবর রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সেপ্টেম্বরে বেতন দেওয়া হলেও অক্টোবর মাসের বেতন এ মাসের ১৫ অক্টোবার দেওয়া হবে।অন্যদিকে রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা বোনাস পাবেন। তবে, এই বোনাস পাওয়াকে কেন্দ্র করে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। এর সূত্রপাত অবশ্য সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৈষম্যের অভিযোগকে ঘিরে।
শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের দুটি এসএমএস পোস্ট করে বেতন বৈষম্যের কথা তুলে দেখান কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা যেখানে পুজোর বোনাস পাচ্ছেন ৫,৩০০ টাকা সেখানে রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাচ্ছেন ২০০০ টাকা। সেই পোস্ট ঘিরে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় সোশ্যাল মিডিয়া নানা মন্তব্য ভেসে ওঠে।অবশ্য সেই বৈষম্যের অভিযোগকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করে জানিয়ে দেন পুজোর বোনাস পাওয়ার ক্ষেত্রে রাজ্য ও কলকাতা পুলিশের ভলান্টিয়ারদের মধ্যে কোনও বৈষম্য নেই। রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা শুধু একই বোনাস পাবেন না, রাজ্যের আমা কর্মীরাও সিভিক ভলান্টিয়ারদের সমান বোনাস পাবেন।বরং, পুজোর বোনাসকে কেন্দ্র করে নাম না করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি। এ বিষয়ে ট্যুইটারে মমতা লেখেন, ‘কিছু অসুস্থ মানসিকতার রাজনৈতিক দল বা ব্যক্তি চেষ্টা করছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভাজন ও শত্রুতা তৈরি করতে। আমি নিশ্চিত করছি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের অন্তর্গত সিভিক ভলান্টিয়াররা সমান বোনাস পাচ্ছেন ৫ হাজার ৩০০ টাকা করে। আশা কর্মীরাও ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস পাচ্ছেন। আমার সহকর্মীদের দুর্গাপুজোর শুভেচ্ছা রইল।’অন্যদিকে, সূত্রের খবর কালীঘাটে মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় বিজেপি গোলমাল পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই পেুজোর সময় এলাকায় ষড়যন্ত্রমূলক গণ্ডগোল রুখতে মন্ত্রীদের নিজ নিজ এলাকায় না ছাড়ার নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct