আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে ছয় হাজার বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় মাটিতে মিশে গাজার অনেক ভবন, সঙ্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। যাদের অধিকাংশই নারী-শিশু ও বেসামরিক লোকজন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন।গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া কামান থেকে ছোড়া হয়েছে অসংখ্য গোলা। ইসরায়েলি বাহিনীর এ নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। যার প্রায় অর্ধেকই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলিদের বোমার আঘাতে প্রায় ৬ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।শুধু বোমা হামলা নয়— হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় খাদ্য, ওষুধ কিছুই প্রবেশ করতে দিচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct