সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: মুর্শিদাবাদের ভগবানগোলা থানার ওড়াহার এলাকায় গত ২৪ শে আগস্ট ২০১৯, পন বাবদ মোটরবাইক না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত্যু হয় স্ত্রী সুবিনা বিবির, মৃত মহিলার বাবা আনারুল সেখ ভগবানগোলা থানায় মৃতার স্বামী সেলিম সেখ সহ শ্বশুরবাড়ির আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সেলিম সেখকে গ্রেপ্তার করে। ঘটনার প্রায় সাড়ে চার বছর আগে লালগোলা থানার জুতভিকন এলাকার বাসিন্দা আনারুল শেখের কন্যা সুবিনা বিবির সঙ্গে বিয়ে হয় ভগবানগোলা থানার ওড়াহার এলাকার বাসিন্দা সেলিম সেখের। বিয়ের সময় নগদ চার লক্ষ টাকা পন বাবদ দেওয়ার পরেও ওই মহিলার উপর প্রায় শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত বলে অভিযোগ নির্যাতিতার বাবার। প্রায় চার বছর মামলা চলার পর ২১ জন সাক্ষী এবং ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াও অন্যান্য প্রমাণের ভিত্তিতে বুধবার স্বামী সেলিম সেখ কে ভারতীয় দন্ডবিধির ৩০২, ৩০৪(খ), ৪৯৮(ক) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার লালবাগ দ্বিতীয় দ্রুত নিষ্পত্তি অতিরিক্ত দায়রা আদালতের বিচারক বর্ণালী দাসগুপ্ত রায়দান করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৪(খ), ৩০২, ৪৯৮(ক) তিনটি ধারায় আসামী সেলিম সেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই ধারায় ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর করে দু’বছর কারাদন্ডের নির্দেশ দেন বিচারক।সরকারি পক্ষের আইনজীবী পুলক মুখার্জি, নাসিম সেখ বলেন, ‘২১ জনের সাক্ষী নেওয়ার পর এবং বিভিন্ন প্রমাণাদি আদালতে জমা দেওয়ার পরে আজ চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct