সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটের ইরফান সিদ্দিকী ও জয়দীপ সম্প্রীতি ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে ভারত ভ্রমণ করলেন। ৩২০ দিন ধরে ভ্রমণ কালে তারা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যান।১৪ নভেম্বর ২০২২ তারিখে পেশায় সিভিক ভলেন্টিয়ার দুই বন্ধু ইরফান ও জয়দীপ ভারত যাত্রা শুরু করেন। যাত্রা শেষ করে তারা ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাড়িতে ফিরেছেন। কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে তারা প্রথমে সিকিম রাজ্যে প্রবেশ করেন। সর্বশেষ ওড়িশা রাজ্য হয়ে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। কলকাতা হয়ে তারা রাজারহাট ও বিধাননগর এলাকার বাড়িতে ফেরেন।ভ্রমন কালে ইরফান ও জয়দীপ আসাম, অরুনাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, জম্বু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরা খন্ড, গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্য পরিক্রমা করেন। এছাড়াও কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখ, দমন, দিউ, পুদুচেরি ও জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতেও যান দুই সাইকেল ভ্রমণকারী।
২৭ বছর বয়সী ইরফান সিদ্দিকীর বাড়ি রাজারহাট নিউটাউনের কৈখালী মন্ডলগাতি এলাকায় । ৩৮ বছর বয়সী জয়দীপ চক্রবর্তীর বাড়ি বিধাননগরের তেঘরিয়া এলাকায়। ইরফান দমদম এয়ারপোর্ট স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এ্যাকাউন্টটেন্সি সাবজেক্টে অনার্স গ্রাজুয়েট হন। জয়দীপ কমলা বিদ্যাপিঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর আর পড়াশোনা করতে পারেননি।দুজনই বর্তমানে কৈখালী সাব ট্রাফিক গার্ডে সিভিক হিসেবে কর্মরত। সাইকেলে ভারত ভ্রমণের মতো কঠিন কাজে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা ও অনুমোদন ছিল বলে জানান ইরফান ও জয়দীপ।ইরফান ও জয়দীপ আপনজন প্রতিনিধিকে এবিষয়ে বলেন, ভারতবাসীকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা, গাছ লাগানো, জল বাঁচানো, প্লাস্টিক বর্জন প্রভৃতি বার্তা দেওয়ার জন্য আমরা সাইকেলে ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মিশ্র অভিজ্ঞতা হয়েছে এই যাত্রায়। তবে বেশিরভাগ রাজ্যে আমরা মানুষের সহযোগিতা ও আপ্যায়ন পেয়েছি। কিছু বিচ্ছিন্ন খারাপ ঘটনারও মুখোমুখি হতে হয়েছিল। সব মিলিয়ে যাত্রা শেষ করে বাড়িতে ফিরে ভালো লাগছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct