আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিটফান্ড আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেয়ার দাবি ছাড়াও ঘর ছাড়া এজেন্টদের সার্বিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা ব্যবস্থা করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরের কালেক্টরী মোড় সংলগ্ন জেলাশাসকের দপ্তরে পৌঁছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চিটফান্ড আমানতকারী সংগঠনের সদস্যরা।এই দিন শহরের রাজপথ ধরে এক প্রতিবাদী পদযাত্রার মধ্যে দিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে এসে পৌঁছান বিক্ষোভকারী সংগঠনের সদস্যরা।এবং বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি মোট ৬ দফা দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। এছাড়াও নভেম্বর মাসে সারা রাজ্যের প্রতিটি জেলা থেকে চিটফান্ড আমানতকারী সংগঠনের সদস্যরা কলকাতার রাজ পথে নেমে এক অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে শামিল বলে এই দিন বিক্ষোভকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় আগামী দিনে তাদের দাবি মেনে ব্যবস্থা না নিলে আগামী দিনে লাগাতার অবস্থান বিক্ষোভ সহ অনশন্ বিক্ষোভের পথে তাঁরা হাঁটতে বাধ্য হবেন বলে জানান চিটফান্ড আমানতকারী সংগঠনের নদিয়া জেলার সম্পাদক ইব্রাহিম বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct