অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে একটি করে রিস্ট ব্যান্ড বেঁধে দিলেন ছাত্রীরা। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নেয়া হয় এই বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত দাশুল হাই স্কুলের ছাত্রীরা জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, বালুরঘাট সদর মহাকুমা শাসক সুমন দাশগুপ্ত, ডিএসপি (ডিইবি) ডক্টর রাহুল বর্মণ, ডিএসডব্লুও বিপ্লব সেন সহ অন্যান্য আধিকারিকদের হাতে রিস্ট ব্যান্ড বেঁধে দেন।উল্লেখ্য, লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার অধিকার, আইনি সহায়তা, ন্যায় অধিকার, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধ প্রভৃতি নানা বিষয়গুলিকে গুরুত্ব দেবার জন্য প্রতিবছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। সেই বিষয়টিকে মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর শক্তি বাহিনী ও মধ্যরামকৃষ্ণপুর গ্রামীন উন্নয়ন সমিতির পক্ষে সুভাষ চাকী ও মিজানুর রহমান এর উদ্যোগে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়।এ বিষয়ে মিজানুর রহমান জানান, ‘সারা দেশে বর্তমানে বাল্য বিবাহের অবস্থা ও টিন এজ প্রেগনেন্সি রিপোর্ট সহ একটি বই দিল্লিতে কৈলাশ সত্যার্থী চিল্ড্রেন ফাউন্ডেশন আজ লঞ্চ করেন। সেই উপলক্ষে জেলা প্রশাসনের হাত দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বইটি প্রকাশ করা হয় ও আধিকারিকদের হাতে বই, মেমেন্টো তুলে দেওয়া হয় এবং হাতে রিস্ট ব্যান্ড পরানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct