আপনজন ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে অনুপ্রবেশ করেছে এবং নজিরবিহীন হামলা চালিয়েছে। এর পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বৃহস্পতিবার এর পেছনে তার বাহিনীর ব্যর্থতা স্বীকার করেছেন।
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য বিবৃতি।
দক্ষিণ ইসরায়েল থেকে হালেভি বলেছেন, ‘আইডিএফ দেশ ও নাগরিকদের নিরাপত্তার জন্য দায়ী। শনিবার সকালে গাজা উপত্যকার আশপাশের এলাকায় আমরা তা দিতে পারিনি। আমরা শিখব, তদন্ত করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct