মোহাম্মদ সানাউল্লা, নলহাটি: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বছর ২২ শের মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম সমির সেখ। বাড়ি নলহাটির খালাসী পাড়ায়। গত কাল বুধবার কেরালা রাজ্যে ওয়েল্ডিং কাজ করার সময় দু তলা ছাদ থেকে নীচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার পর আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরও জ্ঞান ফিরেনি
ওই যুবকের। বৃস্পতিবার ভোর রাতেই তার মৃত্যুর খবর আসে।খুবই দরিদ্র পরিবারের একমাত্র রোজগারে ছেলে। সংসারের হাল ধরতে ঈদের পনেরো দিন পর বিদেশে পাড়ি দেয়। এদিন মর্মান্তিক এই ঘটনার খবর পৌঁছাতেই শোকের ছায়া ওই পরিবার সহ এলাকা জুড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct