টপি লস্কর, রায়দিঘি: ইচ্ছে থাকলেই উপায় হয় কথাটা সত্যি। প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আরো একবার প্রমাণ করে দিলেন ‘অর্ণব কুমার হালদার’ চাপলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক্ ১০০ শতাংশ প্রতিবন্ধী হয়েও স্কুলকে ভালোবেসে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য চালু করলেন স্মার্ট ক্লাস।
অর্ণব কুমার হালদার রায়দিঘি বিধানসভার চাপলা নিম্ন বুনিয়াদী স্কুলের একজন সহকারী শিক্ষক। ১০০ শতাংশ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে শিক্ষাদান করে আসছে ছোট ছোট পডুয়াদের জন্য। ছোট থেকে এই বিদ্যালয় নিজে পড়াশোনা করেছিলেন ৷ অনর্ব বাবুর ছোট থেকেই ইচ্ছে ছিল পড়াশোনা শিখে শিক্ষকতা করবেন। পাশাপাশি স্কুলের জন্য কিছু করে দেখাবেন। আর তার সেই স্বপ্নপূরণ হলো আজ। তবে এই কর্মজীবনের মাঝে ছিল একাধিক প্রতিবন্ধকতা ৷ ২০১৭ সালে চাকরি শুরুর প্রথমে এলাকারই এক স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করলেও তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ। তারপরেই ২০২২ সালে নিজেই ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছে সেই চাপলা নিম্ন বুনিয়াদি স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। ১০০% প্রতিবন্ধী হয়েও হুইল চেয়ারে করে প্রত্যেক দিনই স্কুলে আসেন তিনি ছাত্র-ছাত্রীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে ওঠে অর্ণব স্যার। আজ অর্নব বাবুর নিজ উদ্যোগে প্রত্যন্ত সুন্দরবন এলাকার একটি চাপলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শুরু হলো স্মার্ট ক্লাস। যেখানে ছাত্র-ছাত্রীরা অডিও ভিসুয়াল ও বড় জায়েন্ট স্কিনের মাধ্যমে পড়াশোনা করতে পারবে।এই ধরনের পরিষেবা শুরু হওয়ায় “ খুশি”স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ৷ অর্ণব বাবু আশাবাদী এর ফলে শিক্ষার মান আরো উন্নত হবে এবং ছাত্র ছাত্রীদের বুঝতে সুবিধা হবে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct