আপনজন ডেস্ক: উৎসব শুরুর এক সপ্তাহ আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সর্বদা পূজা প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হাঁটুর চোটের কারণে এ বছর একটি ভার্চুয়াল মাধ্যমকেই বেছে নিয়েছেন।
এদিন ভার্চুয়ালি এই পূজাগুলির উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন, আমার পায়ে চোট আছে, অন্যথায় আমি ভালো আছি। সেখানে সংক্রমণ রয়েছে এবং চিকিৎসকরা আমাকে হাঁটাচলা না করার পরামর্শ দিয়েছেন। তাই এবারে পুজোর উদ্বোধনে সশরীরে অংশ না নিলেও তিনি ২৭ শে অক্টোবর দুর্গা পূজা কার্নিভাল ইভেন্টে অংশ নেবেন।
পূজা আয়োজকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদিও আমি শারীরিকভাবে সেখানে নেই, তবে মানসিকভাবে আমি আপনাদের সঙ্গে আছি। তিনি যেসব দুর্গা পুজোর উদ্বোধন করেন তার মধ্যে ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং হাতিবাগান সার্বজনীন। তবে মুখ্যমন্ত্রী আগামী কয়েক দিনের মধ্যে কলকাতায় বেশ কয়েকটি দুর্গাপূজার ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন। তবে তিনি এদিন প্রতিমাগুলির নকশার প্রশংসাও করেছেন। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ হাতিবাগান সার্বজনীনের অন্যতম আয়োজক। কলকাতা ও জেলার বড় সম্প্রদায়ের দুর্গাপূজায় রাজনৈতিক নেতারা, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতারা পৃষ্ঠপোষক। পশ্চিমবঙ্গ সরকার এই বছর প্রতিটি দুর্গা পুজো কমিটির জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়ে ৭০,০০০ টাকা করেছে।
২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। উৎসবের বৈশ্বিক স্বীকৃতি রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক দৃশ্যে আরও একটি পালক যুক্ত করে।
এদিকে, বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ জুড়ে তাদের জনসংযোগ বাড়ানোর জন্য দুর্গাপূজাকে ব্যবহার করছে। সূত্রের খবর, মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ এই পুজোর আয়োজন করছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজার উদ্বোধন করতে সম্মত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct