X

১৯ মে, ২০২৫, সোমবার ২১ জিলকদ, ১৪৪৬ হিজরী
Join on e-Paper
  • হোম
  • সাম্প্রতিক
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিবিধ
  • স্বাস্থ্য
  • রকমারি
  • নির্বাচন ২০২৩-২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ

মাদ্রাসায় ভূতুড়ে শিক্ষক নিয়োগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি
বেস আন-নূর মডেল স্কুলে উত্তরবঙ্গ প্রাথমিক শিক্ষা সম্মেলন
কলেজ স্কোয়ারে টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ অব্যাহত
ন্যায়বিচারের দাবিতে নস্য শেখ উন্নয়ন বোর্ড পুনর্গঠনের আহ্বান
শহীদদের শ্রদ্ধা জানাতে মিছিল মগরাহাটে
মিয়ানমারে শরণার্থী শিবিরে সামরিক হামলা, শিশুসহ নিহত ২৯
Posted By: মোদাসসার হোসেন মোল্যা
১১ অক্টোবর, ২০২৩, বুধবার১৫:০০
Facebook Twitter Google LinkedIn Print Print Whatsapp

আপনজন ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক হামলায় শিশু ও বৃদ্ধসহ ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছের ওই শিবিরে এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত লোকদের একটি শিবির লক্ষ্য করে এই সামরিক হামলা চালানো হয়েছে।  কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু বলেন, আমরা শিশু ও বয়স্ক ব্যক্তিসহ ২৯টি মৃতদেহ পেয়েছি। ৫৬ জন আহত হয়েছেন। যে ক্যাম্পে হামলা হয়েছে সেটি কেআইএ সদর দফতর থেকে কয়েক কিলোমিটার দূরে। কেআইএ এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে কয়েক দশক ধরে সংঘাত চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা অন্ধকারে মৃতদেহ উদ্ধার করছেন। পাশে বাঁশ ও অন্যান্য ধ্বংসাবশেষের স্তূপ দেখা গেছে। এক্স হ্যান্ডলে এক পোস্টে জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মানবাধিকার মন্ত্রী অং মিও মিন এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অন্তত ৫৬ জন আহত হয়েছেন। কেআইএ’র কর্নেল নাও বু বলেন, সশস্ত্র দলটি কী ধরনের হামলা শিবিরে আঘাত করেছে তা তদন্ত করছে। সংবাদমাধ্যম এএফপিকে তিনি বলেন, আমরা কোনো বিমানের কথা শুনিনি। সামরিক বাহিনী হামলায় ড্রোন ব্যবহার করেছে কিনা তা তারা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা সরকার। এরপরে মিয়ানমার সংকটে নিমজ্জিত হয়। সামরিক বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে বিমান হামলা, আর্টিলারি শেলিং এবং অগ্নিসংযোগের অভিযোগে রয়েছে। 

 
 
আরও পড়ুন:
পিকেকের ৪০ বছরের সশস্ত্র লড়াইয়ের সমাপ্তি
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জেলাশাসককে চিঠি
রুদ্ধশ্বাস জয়ে শিরোপা লড়াইটা ‘এল ক্লাসিকো’ পর্যন্ত নিয়ে গেল রিয়াল
 
Tags: #militaryattack  #refugeecamp  #myanmar  #children  #killed  #international  #aponzonenews  
 
 
 
এই বিভাগের আরও খবর