আপনজন ডেস্ক: বিশ্বকাপের আগে সম্ভাব্য তারকা হিসেবে যাঁদের ভাবা হচ্ছিল, তাঁদের মধ্যে ওপরের দিকেই ছিলেন শুভমান গিল। ভারতের ওপেনিংয়ে সবচেয়ে বড় ভরসাও হয়ে উঠেছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে গিল আক্রান্ত হন ডেঙ্গু জ্বরে। সেই জ্বর নিয়ে খেলা দূরে থাক, ভর্তি হতে হয়েছে হাসপাতালে। পরে অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গিল। তবে মাঠে ফেরার চেয়ে সুস্থ হয়ে ওঠাই যেন এখন গিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এরই মধ্যে জ্বরের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলা হয়নি গিলের। ভারত তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামী বুধবার। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও খেলতে পারবেন না ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২ নম্বর ব্যাটসম্যান গিল।গতকাল এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা লিখেছে, ‘২০২৩ সালের ৯ অক্টোবর ভারতীয় ব্যাটার শুভমান গিল দলের সঙ্গে দিল্লি যায়নি।’ গিলের অবস্থা ঠিক কী, সেটা অবশ্য জানায়নি বিসিসিআই। বিবৃতিতে তারা লিখেছে, ‘ওপেনিং ব্যাটার গিল ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে দলের প্রথম ম্যাচটি খেলতে পারেনি। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষেও খেলা হবে না তার। সে চেন্নাইয়ে চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকবে।’
তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, গিলের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিসিসিআইয়ের বিবৃতিতে যদিও গিলের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি জানানো হয়নি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ডেঙ্গুর কারণে গিলের প্লাটিলেটসংখ্যা কমে গেছে। যে কারণে তাৎক্ষণিকভাবে তাঁকে চেন্নাইয়ের কাভেরি হাসপাতালে র্ভতি করা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে হাসপাতালে থেকে ছাড়া পান গিল। ক্রিকবাজ জানিয়েছে, গিলের প্লাটিলেটসংখ্যা আশংকাজনকভাবে কমায় চিকিৎসকরা তাঁর বিমানভ্রমণের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। সে কারণেই তাঁকে চেন্নাইয়ে রেখে দিল্লি রওনা হয়েছে দলের অন্য সদস্যরা। এর আগে দলের সঙ্গেই চেন্নাইয়ে এলেও ৪ অক্টোবরের পর থেকে আর দলের সঙ্গে থাকতে পারেননি এই ওপেনার। এখন আফগানিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তানের বিপক্ষেও হয়তো দেখা যাবে না তাঁকে।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শারীরিক অবস্থান উন্নতি হলে গিল দলের সঙ্গে আহমেদাবাদে যোগ দেবেন। তবে ম্যাচ খেলার জন্য ফিট হতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়। আর সুস্থ হয়ে ১২–১৩ তারিখে দলের সঙ্গে যোগ দিলেও পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন সেশনে যোগ দেওয়ার মতো সময় পাবেন না এই ব্যাটসম্যান। আর বিসিসিআইও নাকি তাড়াহুড়া করে ঝুঁকি নিয়ে তাঁকে ফেরাতে চায় না।চলতি বছর দারুণ ছন্দে আছেন গিল। এ বছর ২০ ইনিংস ব্যাটিং করে ৭২.৩৫ গড়ে ১২৩০ রান করে পা রেখেছিলেন বিশ্বকাপে। আছে ৫টি করে সেঞ্চুরি ও ফিফটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct