সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের জলঙ্গী থানার ফরিদপুর মহাজনপাড়া এলাকায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করা জমি খালি করা হল। যা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল। ঘটনাস্থলে রয়েছে ডোমকল সিআই সহ জলঙ্গী থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর মহাজনপাড়া এলাকার ডাবলু বিশ্বাস এবং নান্টু বিশ্বাস নিজস্ব ওয়াকফ বোর্ডের জমির ওপর দীর্ঘদিন ধরে বাড়ি করে ছিল। তারপর বংশগত শরিকি সূত্রে পাওয়া মোস্তফা মন্ডল এবং গোলাম কুদ্দুস তারা জমি ফিরে পেতে বহরমপুর কোর্টে মামলা করে। দীর্ঘদিন মামলা চলার পর বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বহরমপুর কোর্টের নির্দেশে মঙ্গলবার সকালে ফরিদপুর মহাজনপাড়া এলাকায় এক্সিকিউটিভ অফিসার, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে বাড়ি ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান জমি দখল করে থাকা ডাবলু বিশ্বাসকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করে জলঙ্গী থানার পুলিশ। এরপর জেসিপি দিয়ে দুটি কাঁচবাড়ি ভেঙে দেওয়া হয়। জায়গা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে ডাবলু বিশ্বাস এবং নান্টু বিশ্বাস এবং ইব্রাহিম বিশ্বাসের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে ভিড় জমান এলাকার মানুষজন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ত্রিশ বছর পর মামলার নিষ্পত্তি হওয়াই খুশি মোস্তফা মন্ডল ও গোলাম কুদ্দুসের পরিবারের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct