আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের এমজিএনআরইজিএ বকেয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে আশ্বাস দেওয়ার একদিন পর রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে দেখা করেন। তার সঙ্গে এক ঘণ্টা ব্যাপী আলোচনা করেন।এমজিএনআরইজিএ-র জন্য বকেয়া কেন্দ্রীয় তহবিলের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দাবি সম্পর্কে রাজ্যপাল তার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আলোচনা ছিল মূলত এমজিএনআরইজিএ নিয়ে কেন্দ্রের কাছ থেকে পশ্চিমবঙ্গের পাওনা বিষয় সম্পর্কিত। এছাড়া তিনি উত্তরবঙ্গের জেলাগুলির বন্যা পরিস্থিতি সম্পর্কেও অমিত শাহকে অবহিত করেন। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরপরই সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার এর আগে দাবি করেছিল,এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের অ্যাকাউন্টে অসঙ্গতি রয়েছে এবং তাই অর্থ প্রদানে বিলম্ব হয়েছে।
তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন তিনি ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রে সঙ্গে কথা বরবেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমাকে দু সপ্তাহ বাড়িয়ে দেন। কিন্তু রাজ্যপাল তার দেওয়া আশ্বাস অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রে কাছে বাংলার বকেয়া আদায় নিয়ে সরব হয়েছেন। তার সেই সক্রিয়তায় সন্তোষপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বকেয়া ইস্যুটি দ্রুত সমাধানের জন্য বসুকে ধন্যবাদ জানিয়েছেন।রাজ্যপাল যে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার বকেয়া নিয়ে কথা বলেছেন সে সম্পর্কে অভিষেককে অবগত করে চিঠি লেখেন।ওই চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘প্রিয় অভিষেক ব্যানার্জি, ৯.১০.২০২৩ তারিখে আমার কাছে জমা দেওয়া স্মারকলিপির প্রসঙ্গে বিষয়টি ভারত সরকারের কাছে উত্থাপন করা হয়েছে।’সেই চিঠির কথা উল্লেখ করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এমজিএনআরইজিএ-র আওতায় বঞ্চিত পশ্চিমবঙ্গের ২১ লক্ষেরও বেশি মানুষের ন্যায্য অধিকারের জন্য তার দ্রুত হস্তক্ষেপ করার জন্য বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বসুর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল।’উল্লেখ্য, সোমবার ডায়মন্ড হারবারের সাংসদ রাজভবনে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ও এমজিএনআরইজিএ ইস্যুতে বোসের কাছে একটি স্মারকলিপি জমা দেন। রাজভবনে রাজ্যপালে সঙ্গে অবিষেক সপার্ষদ বৈঠক করেন। বৈঠকের পর রাজভবনের বাইরে তৃণমূলের পাঁচ দিনের ধর্না শেষ হয়। এছাড়া, শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তবে শ্রমিকদের এমজিএনআরইজিএ মজুরি না দেওয়ার বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে ১ নভেম্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় আন্দোলন শুরু করার হুমকি দিয়েছিলেন অভিষেক।মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক, সাংসদ, মন্ত্রী এবং এমজিএনআরইজিএ কর্মীদের নিয়ে সম্প্রতি নয়া দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ দেখান এবং কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে কৃষি ভবনে গ্রামোন্নয়ন মন্ত্রকে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct