আমীরুর ইসলাম, বোলপুর, আপনজন: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর অস্বীকার করেছে তার পরিবার। এর আগে, অমর্ত্য সেনের মৃত্যুর দাবি করে এক্স-এ বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয়। তার পর সেটা যে ভুয়ো তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমর্ত্য সেনের মেয়ে নন্দনা দেব সেন। ওই পোস্টে নন্দনা সেন বলেন, “বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু এটা একটা ভুয়ো খবর। বাবা সম্পূর্ণ ভালো আছেন। আমরা সবেমাত্র কেমব্রিজে পরিবারের সবার সঙ্গে একটি চমৎকার সপ্তাহ কাটিয়েছি। গত রাতে যখন আমরা বিদায় জানাই তখন তার আলিঙ্গনও জোরালো ছিল! তিনি হার্ভার্ডে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন। তিনি তার বই নিয়ে কাজ করছেন যাতে তিনি বরাবরের মতোই ব্যস্ত! উল্লেখ্য, সদ্য অর্থনীতে নোবেল বিজয়নী ক্লডিয়া গোল্ডিনের ভুযো অ্যাকাউন্টে অমর্ত্য সেনের ছবি সহ প্রচার করা হয়, ‘একটা ভয়ানক খবর। আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন মিনিট খানেক আগে মারা গিয়েছেন। একেবারে নিঃশব্দে।’ এই খবর প্রচারিত হওয়ার পর বিশিষ্ট ব্যক্তিরা নোবেল জয়ী অর্থনীতিবিদের মৃত্যুতে সমবেদনা জানান। অনেকে আবার ভুয়ো খবরটি পুনরায় টুইট করেছেন। তারপরই অমর্ত্য সেনের কন্যা নন্দনা দেব সেন জানিয়ে দেন পুরো খবরটিই ভুয়ো। সেই পোস্টের পর সংবাদ সংস্থা পিটিআই-এর খবরে জাাননো হয়, ক্লডিয়া গোল্ডিনের নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের ভিত্তিতে অমর্ত্য সেনকে নিয়ে টুইট মুছে ফেলা হচ্ছে। নন্দনা দেব সেন তার বাবা অমর্ত্য সেনের মৃত্যুর খবর অস্বীকার করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct